বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫

রাঙামাটি জেলা বিএনপির গণমিছিল অনুষ্ঠিত

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২২ ০৯:১০:৩৯ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ০৫:১৯:২১  |  ৫৫৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল করেছে রাঙামাটি জেলা বিএনপি।

শনিবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনরুপায়  গিয়ে শেষ হয়। এতে বিএনপির ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুর সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোট বিহীন অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় আছে। দিন দিন ক্ষমতার লোভ বিরোধী পক্ষের মানুষের উপর নির্মম নির্যাতন জেল জুলুম শুরু করেছে। জনগণকে সাথে নিয়ে দ্রæত এক জালিম সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করা হবে বলেও হুশিঁয়ারী দেন বক্তারা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions