সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। প্রকৃতির অপরুপ দান পাহাড় পর্বত সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস । পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতকে সামনে রেখে জাতিসংঘ ২০০৩সালের ১১ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষনা প্রদান করে,আর এর পরপরই প্রতিবছরই ১১ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপিত হয়ে আসছে।
এদিকে নানা আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক পর্বত দিবস। দিবসটিকে ঘিরে বর্ণাঢ্য আয়েজনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে পার্বত্য জেলা পরিষদ। পরিবেশের সুরক্ষায় সচেতনতার পাশাপাশি ক্রীড়াবিদদের মান উন্নয়নে এই প্রতিযোগিতা অনেকটাই গুরত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
রবিবার ( ১১ ডিসেম্বর) ভোরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান-চট্টগ্রামের সীমান্তবর্তী পয়েন্ট বাইতুল ইজ্জত এর সামনে থেকে শুরু হয় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা , এসময় জেলার অর্ধশতাধিক ক্রীড়াবিদ এই ম্যারাথন দৌড় প্রতিযোতিায় অংশ নেয় ।
দীর্ঘ ১৮ কিলোমিটার পাহাড়ী আকাঁবাকা সড়ক দৌড়ে পথ অতিক্রম করে এসময় বান্দরবান রাজারমাঠে গিয়ে প্রথমস্থান অধিকার করে মো.আব্দুল্লাহ আল নোমান, ২য় স্থান মো.কাউসার আর ৩য় স্থান অর্জন করে মো.রুবেল।
এদিকে দীর্ঘ দিন পর পর্বত দিবস উপলক্ষ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি ক্রীড়াবিদরা।
পরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে বান্দরবান রাজারমাঠে আয়োজন করা হয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের । এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পর্যটন শিল্পের বিকাশ ও ক্রীড়াবিদদের মান উন্নয়নে এই ধরণের কার্যক্রম আগামীতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী ১মস্থান কারীকে ৫হাজার টাকা, ২য় বিজয়ীকে ৩হাজার টাকা, ৩য় স্থান অধিকারকারীকে ২ হাজার টাকা এবং বিশেষ পুরস্কার হিসেবে পরবর্তী ৭জনকে ১হাজার টাকা নগদ অর্থ ,ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় ।