সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ও বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু’র ছোট ভাই সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ মারা গেছেন ।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে বান্দরবান পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্মি পাড়া এলাকায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু’র (বড় ভাই) এর বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে হয়ে বদরুল ইসলাম মাসুদ মাথা ঘুরে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। পরে বড় ভাই মনিরুল ইসলাম মনুসহ কয়েকজন সহকর্মী মিলে তাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন।
এদিকে তার মৃত্যুতে বান্দরবানের সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া। পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম পরিবার থেকে বদরুল ইসলাম মাসুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
সুত্রে জানা যায়,নোয়াখালী জেলার অম্বর নগর এলাকায় তার গ্রামের বাড়ী এবং তার স্ত্রী ও ২সন্তান বর্তমানে চট্টগ্রামে বসবাস করছেন,আর চাকুরীর সুবাধে তিনি বান্দরবানে বসবাস করছিলেন।
রোববার (১১ ডিসেম্বর) জোহরের নামাজের পর বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ায় কথা রয়েছে।