বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০২২ ০৩:২৫:৩২
| আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৯:১৭
|
৬৫৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব ” এই প্রতিপাদ্যে বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রথমে জেলা সদরের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এক মানববন্ধনে অংশ নেন।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, দুর্নীতি যে কোন দেশের জন্য একটি মারাত্মক ব্যাধি। আর আমাদের প্রত্যোককে দুর্নীতি থেকে দূরে থেকে সোনার বাংলাদেশ নির্মাণে সহযোগিতা করতে হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে তাদের নিমূল করতে হবেই।