বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫
বান্দরবানের

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২২ ০৬:৫০:৪২ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৪:১৯:৪৫  |  ৬৮৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান এর বাস্তবায়নে প্রায় ৪৭কোটি টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং  এলাকার  ৩নং  ওয়ার্ডে  পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রকল্প গুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর প্রায় ৪৬কোটি ৩২লক্ষ ৭৬ হাজার টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর ৩২লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। বিভিন্ন প্রকল্প উদ্বোধন শেষে বাইশারী ইউনিয়ন এর আলীক্ষ্যং পুলিশ ক্যাম্প মাঠে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন পার্বত্য মন্ত্রী।

মতবিনিময় সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন,পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকা বাইশারীর আলীক্ষ্যং এ  যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে আর এর সুফল পাচ্ছে স্থানীয় জনগণ। এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে,এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার কর্তব্য।

মতবিনিময় সভা শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল, সোলার প্যানেল ও কৃষকদের ধানের বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

এসময় অনুষ্ঠানে পার্বত্য চটগ্রাম উন্নয়ন বোর্ড এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন-আর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো.শফিউল­াহ, নাইক্ষ্যংছড়ির থানার ওসি টানটু কুমার সাহা,বাইশারী ইউপি চেয়ারম্যান মো.আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions