বান্দরবানে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশঃ ০৮ ডিসেম্বর, ২০২২ ০২:০৪:৩৩
| আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৬:১১:১৯
|
৭৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতীয় পার্টি (পূর্ণগঠন প্রক্রিয়া) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, যারা জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে তাদের সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে।
এসময় তিনি আরো বলেন,বান্দরবানের কোর্ট বিল্ডিং হতে শুরু করে সরকারি অনেক প্রতিষ্ঠান ও বান্দরবান প্রেসক্লাবের ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ,তার আমলে পাহাড়ের যে উন্নয়ন হয়েছে আজ সে সুফল বান্দরবানবাসী ভোগ করছে।
এসময় তিনি আরো বলেন, মাত্র ৭হাজার টাকা দামের একটি মোবাইল চুরির দায়ে আমার নামে মামলা হয়েছিল,আমি জেলে গিয়েছি, নির্যাতন সহ্য করেছি। তিনি বলেন, ঐ সময় আমি রাজনীতি বুঝতাম না। পরে বুঝলাম রাজনীতির শিকার হয়েছি আমি। বিদিশা বলেন,আমার দুঃসময়ে সাংবাদিক বন্ধুদের অবদান কোন দিনই ভুলার নয়।
বুধবার (৭ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বান্দরবানে জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ রেষ্ট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়, পরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে জাতীয় পার্টি বান্দরবান জেলা আহŸায়ক আলহাজ্ব কাজী মোহাম্মদ নাছিরুল আলম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (পূর্ণগঠন প্রক্রিয়া) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।
এসময় সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব মেজর (অবঃ) সিকদার আনিসুর রহমান, যুগ্ম মহাসচিব, মেজর (অবঃ) শিবলী মোহাম্মদ সাদিক, যুগ্ম মহাসচিব মোঃ জাফর ইকবাল নিরব, জাপা চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এ্যাড এমএ সালেহ চৌধুরী, দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, চট্টগ্রাম মহানগর আহবায়ক মোঃ মোরশেদ সিদ্দিকী, সদস্য মোঃ মোরশেদুল হক, খাগড়াছড়ি আহবায়ক সার্জেন্ট (অবঃ) নিরাপদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিন আহবায়ক মোঃ মহিউদ্দিন, কক্সবাজার জেলা আহবায়ক মোঃ ওমর ফারুকসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সভা শেষে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন জাতীয় পার্টি (পূর্ণগঠন প্রক্রিয়া) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ।