বুধবার | ১৫ জানুয়ারী, ২০২৫
রাঙামাটির পাহাড়ের ঢালে চাষের জমিতে

সবজি চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়েছে

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৬:৪৭ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০৬:৪৪:১৬  |  ১১৬৯
রাঙামাটির বিভিন্ন পাহাড়ের ঢালে চাষের জমিতে শাক-সবজি চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে ফুলের চাষও শুরু হয়েছে। পাহাড়ের ঢালে গড়ে তোলা শাক-সবজি চাষের পাশাপাশি ফুলের বাগানে শোভা পাচ্ছে গাদাসহ আরও কয়েক ধরনের ফুল। আর এ চাষ লাভজনক হওয়ায় স্বাবলম্বী হয়ে উঠেছেন বেশ কয়েকজন ফুলচাষি।

রাঙামাটির বড়আদাম এলাকার সবজি ও ফুল বিক্রেতা আদর্শ রানী চাকমা জানান, ছোট বেলা থেকে বাবা-মায়ের সঙ্গে জমিতে ও পাহাড়ে জুম চাষের পাশাপাশি ফুল চাষ করতেন তিনি। সপ্তাহের দুই দিনের বাজারে সবজি ও ফুল বিক্রী করতে থাকি। দিন দিন মানুষের কাছে ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় আগ্রহ আরও বেড়ে যায় আমার। এখন এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্থানীয় অনেকেই ফুল কেনার জন্য বাগানে আসেন। তিনি বলেন, পাহাড়ে লাভজনক ফুল চাষের ব্যাপক সুযোগ ও সম্ভাবনা রয়েছে।

ছবিটি ৭ নভেম্বর (বুধবার) সকালে রাঙামাটির ঐতিহ্যবাহী তবলছড়ি বাজার থেকে তোলা।

ছবি ও প্রতিবেদন- লিটন শীল।


 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions