বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক রাঙামাটি বধির ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব রাঙামাটি জেলা প্রশাসকের জুরাছড়ি উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের লামায় সরই ইউনিয়ন থেকে ৭ তামাক শ্রমিককে অপহরণ বাঘাইছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে লংগদু উপজেলা প্রশাসন এর সহায়তায় ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের (১ম ব্যাচ) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লংগদু উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অবহিত কোর্স উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহিন হোসাইন চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.কে ইমাম উদ্দিন, প্রশিক্ষনার্থী সকল ইউপি সদস্য এবং স্থানীয় জনগন সহ মোট ৯৫ জন।
উল্লেখ্য যে, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি)'র ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ চলমান থাকবে।