খাগড়াছড়িতে বাণিজ্যিক প্লট বঞ্চিতদের মানববন্ধন
প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২২ ০১:৪৫:৫৯
| আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১২:৫০:৩৩
|
৬১৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গার মোল্লা বাজারের বাজার চৌধুরী ও বাজার ফান্ড অফিসের প্রধান সহকারীর জালিয়াতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন প্লট বঞ্চিত ভুক্তভোগীরা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, ১৯৮০ সালের মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের মোল্লা বাজার প্রতিষ্ঠা হলেও পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অন্যত্র স্থানান্তর করা হয় বাজারটি। তবে আগের বাণিজ্যিক প্লটের মালিকদের ভূমি বুঝিয়ে না দিয়ে জালিয়াতির মাধ্যমে বাজার চৌধুরী হাসান আলী ও বাজার ফান্ড অফিসের প্রধান সহকারী মোমিন মিয়া নিজের ও আত্মীয় স্বজনদের নামে বাজারে প্লট বরাদ্দ দেয় বলে অভিযোগ তোলেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ ছাড়া প্লটের আকার কমিয়ে জালিয়াতি করে অন্যদের নামেও বরাদ্দ দেয়ার অভিযোগ করা হয়। এ বিষয়ে বারবার বাজার ফান্ড অফিসে লিখিত ভাবে জানানোর পরও কোন প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করে দুর্নীতিগ্রস্ত বাজার চৌধুরী ও বাজার ফান্ড অফিসের প্রধান সহকারী মোমিন মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে বাণিজ্যিক প্লটের গ্রহীতা মন মোহিনী রাণী, রোকেয়া বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।