বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ বিক্রেতা আটক রাঙামাটি বধির ও অন্ধ কল্যাণ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব রাঙামাটি জেলা প্রশাসকের জুরাছড়ি উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের লামায় সরই ইউনিয়ন থেকে ৭ তামাক শ্রমিককে অপহরণ বাঘাইছড়িতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৭০০ জন কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় "কৃষিই সমৃদ্ধি"- প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর প্রাঙ্গণে উপজেলার সাত ইউনিয়নের ৭০০ জন কৃষকের মাঝে সাত কেজি বোরো ধান বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।
এসময় বিশেষ উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধকালীন সংকট ও জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে। এমন সময়ে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের উপর জোর দিতে হবে। এসময়ে সরকারি সহযোগিতার যথাযথ বাস্তবায়নে সবার এগিয়ে আসতে হবে। কৃষি ও কৃষকের কল্যাণে সরকারের উদ্যোগ জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।