খাগড়াছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের ক্রিকেট টিমের জার্সি উন্মোচন বান্দরবান জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এর মুখপাত্র হলেন লুৎফুর রহমান (উজ্জ্বল) রাঙামাটির রাজস্থলীতে দুইটি ইটভাটা বন্ধ, ১ লাখ টাকা জরিমানা পাহাড়ে লিঙ্গ বৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে অ্যাফাসার
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর (রজত জয়ন্তী) পূর্তি উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলায় ৩ বীর লংগদু জোন ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় লংগদু ৩ বীর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল হিমেল মিয়া (পিএসসি), এর নেতৃত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইট্টাপাড়া এসে ২৫ তম শান্তি চুক্তির স্বাক্ষর দিবসটির শান্তি শোভাযাত্রা শেষ হয়।
লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল হিমেল মিয়া বলেন, "শান্তি চুক্তির ফলে পাহাড়ে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। পাহাড়ের মানুষ শান্তিতে বসবাস করছে। মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। আমরা অসাম্প্রদায়িক চেতনায় বদ্ধপরিকর।"
এসময় র্যালিতে লংগদু জোনের উপ অধিনায়ক মেজর রিয়াজ আহমেদ (পিএসসি), উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, ৩৬ আনসার ব্যাটালিয়ন সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দত্ত, লংগদু থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ এখলাছ মিঞা খান, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহ পাহাড়ি বাঙালি পাঁচ শতাধিক লোক উপস্থিত ছিলেন।