সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্যঞ্চলে উন্নয়ন কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক, তাই পার্বত্য বাসীর চিন্তার কিছুই নেই, এলাকায় সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হচ্ছে এবং আগামীতেও চলমান থাকবে।
তিনি আরো বলেন, সকল ধর্মের কল্যাণে আন্তরিক ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণসহ সকল প্রকার উন্নয়ন করে সব ধর্মের ঐতিহ্য রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
শনিবার
(২৬ নভেম্বর) সকালে রাঙামাটি জেলার
রাজস্থলী উপজেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মিত বাঙ্গালহালিয়া সরকারি কলেজের একাডেমিক
ভবন, আই,সি টি ভবন
, ছাত্রাবাস, সীমানা প্রাচীর, ও
শহীদ মিনার নির্মাণ কাজ
শেষ উদ্ধোধন, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া বৌদ্ধ ও
বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের
দুই তালা ভবন শুভ
উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠান,ডাক বাংলা পাড়া
অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক উঃ খেমাচারা মহাথের,
আগাপাড়া অনাথ আশ্রমের ভবন
নির্মাণ ও
বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণ
, কাজের ভিত্তি
প্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রায়া সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক মিয়া, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, জেলা উপজেলার স্থানীয় প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক- সামাজিক নেত্রীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী
কলেজ প্রবেশ পথে পার্বত্য
চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত
টেকসই সামাজিক সেবা প্রকল্পের মাঠ
কর্মকর্তা কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
ডাকবাংলা পাড়া নব নির্মিত বৌদ্ধ বিহার শুভ উদ্বোধন ও উৎসর্গ অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন উপ সংরাজ ভদন্ত ঞানুতারা মহাথের ,ভদন্ত ঞানাওয়াইসা মহাথের, ভদন্ত ভদন্ত পামোখা মহাথের,ভদন্ত নাগাওয়াইসা মহাথের, ভদন্ত পঞঞাদীপা মহাথের,ভদন্ত খেমাচারা মহাথের। অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বিশেষ দায়ক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, জেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুই খই মারমা, বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লাঅং মার্মা, রাজভিলা ইউপি চেয়ারম্যান ক্যাঅংপ্রু মারমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুইচাপ্রু মারমাসহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ।
ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণে বরাদ্দ দেওয়ায় উৎসর্গ অনুষ্ঠানে সংঘ প্রধান ও বিহার অধ্যক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে স্বর্ণের নৌকা উপহার দেন।