আগামী ১১ই ফেব্রুয়ারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ প্রকৃতি পর্যবেক্ষণ করলেন গুইমারা সরকারি কলেজ রোভার সদস্যরা আলীকদমের সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিজিবির অভিযানে ৩৭ টি গরু উদ্ধার কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন ও কাপড় বুননের প্রশিক্ষণ শুরু সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে দীপংকর তালুকদার এমপি’র শোক
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি'র লক্ষ্য, উদ্দেশ্য ও পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের উপর ৮দফা দাবী সংবলিত লিফলেট বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা ।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের রির্জাভ বাজর, দোয়েল চত্বর সহ শহরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করেন তারা। আগামীকালও শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করবেন ছাত্র পরিষদের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ সহ কমিটির নেতাকর্মীরা।
লিফলেট পাহাড়ে সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবীতে ৮দফা দাবী ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের লক্ষ্য, উদ্দেশ্য ও দাবী তুলে ধরেন।