সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

আওয়ামীলীগকে নিশ্চিহৃ করতে চায় আঞ্চলিক দলগুলো : দীপংকর তালুকদার

প্রকাশঃ ২৪ নভেম্বর, ২০২২ ০৯:১৫:৫৭ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪:১৩  |  ৬৭৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, সংসদ নির্বাচন আসলে আঞ্চলিক দলগুলো আওয়ামীলীগের নেতা কর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চালায়, তারা আওয়ামীলীগকে নিশ্চিহৃ  করতে চায়।  বিশেষ করে অবৈধ অস্ত্রধারীরা উপজাতীয়দের আওয়ামীলীগ করতে বাঁধা সৃষ্টি করে, অস্ত্র ভয় দেখায়, না শোনলে হত্যা করে।

তিনি আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা মৎস্যজীবিলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি সুনয়ন চাকমার সভাপতিত্বে এতে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি উদয়ন বড়–য়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতার কারনে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীরা অনেকটা নিস্ক্রিয় থাকলেও নতুন নতুন সংগঠন জন্ম নিচ্ছে, এসব অবৈধ অস্ত্রধারীদের দমন না করলে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড বাধাঁগ্রস্থ হবে।

তিনি দলীয় মতভেদ ভুলে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions