সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ২ দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুল আলী মঞ্চে বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মোঃ আবুল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস,এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা এবং কবি সাহিত্যরা উপস্থিত ছিলেন।
সাহিত্য মেলায় রাঙামাটি বিভিন্ন জাতি গোষ্ঠীর সাহিত্য নিয়ে কাজ করা কবি সাহিত্যিকরা অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনের ২০টিরও বইয়ের স্টল বসানো হয়।