সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি । রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজার মহসিন কলোনী এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহসিন কলোনীর মিয়া সওদাগরের ভাড়াটিয়ার ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হঠাৎ আগুন লাগার মুহূর্ত্বের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। রাঙামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এদিকে, আগুনের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ইকবাল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রনে কাজ করি। প্রায় ঘন্টা খানেক ৩টি ইউনিটি তিন দিক থেকে আগুনের নেভাতে প্রচেষ্টা চালায়।
তাৎক্ষনিকভাবে কীভাবে আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। আগুনে ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপন করে পরে তথ্য দেয়া হবে।