পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ি নারীদের দীর্ঘদিনের ঐতিহ্য এবং শিল্প কোমর তাঁত ও হাতে তৈরি থামি, পিনন, ওড়না, রুমাল, গামছা বা চাদর অনেক আগে থেকে পাহাড় ছাড়িয়ে সমতলেও ব্যাপক সমাদৃত। এ শিল্পকে ঘিরে আবর্তিত হচ্ছে পাহাড়ের পিছিয়েপড়া পাহাড়ী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থা। স্থানীয়দের পাশাপাশি পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের কাছে কোমর তাঁতে তৈরিকৃত পণ্য বেশ জনপ্রিয় হওয়ায় দিন দিন এর চাহিদাও বাড়ছে।
তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কোমর তাঁতে ঘুরছে অনেক পাহাড়ি নারীদের জীবন চাকাও। অনেকে আবার অবসর সময়ে কোমর তাঁতে নিজের এবং পরবিারের অন্যান্য সদস্যদের জন্যও তৈরি করেন নানা ধরনের বস্ত্র। রাঙামাটির কাউখালি উপজেলার কচুখালী কার্বারী পাড়ার মার্মা তরুনী পাইক্রামা তার কোমর তাঁতে ধর্মীয় ওড়না তৈরিতে মগ্ন ছবিটি ক্যামরাবন্দি হয় গত ১৮নভেম্বর দুপুরে।
ছবি ও প্রতিবেদন-লিটন শীল।