সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করেছে শিক্ষার্থীরা

প্রকাশঃ ১৬ নভেম্বর, ২০২২ ০৬:৪৮:০০ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩০:৪৯  |  ৬২৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  বুধবার ১৬ (নভেম্বর) সকালে  রাঙামাটি শহরের শহীদ আবদুল আলী একাডেমিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা  শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা এই শপথ নেন 


সময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান  তারা টিফিনের টাকা বাঁচিয়ে গত সাড়ে ১১ বছর সারাদেশে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করে যাচ্ছেন রাঙামাটিতে তাদের আজকের অনুষ্ঠানটি ছিলো ১৪৩০ তম


অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমীন


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, আবদুল আলী একাডেমির ম্যানেজিং কমিটির সহ সভাপতি শাওয়াল  উদ্দিন প্রমুখ

 

 শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, মাদক, ইভটিজিং থেকে বিরত  থাকতে এবং ছেলেরা ২১ মেয়েদের ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ বাক্য পাঠ করান, রাঙামাটি কোতয়ালী  থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমীন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions