সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

লংগদুতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২২ ০৮:৪৬:৪৯ | আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৮:৩৬  |  ৫৭৯

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ৩৫০ জন কৃষককে কৃষি উপকরণ প্রদান করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর প্রাঙ্গণে উপজেলার সাত ইউনিয়নের ৩৫০ জন কৃষকের মাঝে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি সার   ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়

 

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান

 

এসময় বিশেষ উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আছমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান প্রমূখ

 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধকালীণ সংকট জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য সংকটের সম্ভাবনা রয়েছে। এমন সময়ে আমদানি  নির্ভরতা কমিয়ে নিজস্ব উৎপাদনের উপর জোর দিতে হবে। এসময়ে সরকারি সহযোগিতার যথাযথ  বাস্তবায়নে সবার এগিয়ে আসতে হবে। কৃষি কৃষকের কল্যাণে সরকারের উদ্যোগ জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions