সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটিতে ”দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিবাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তলন ও কবুতর উড়ানোর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক মোঃ দিদারুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান । বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি গণপূত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।
এসময় বক্তারা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের কল্যাণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে আর তার ফলে এখন আগের চেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্র্মীদের কর্মদক্ষতা ও কাজের গতি বেড়েছে। জেলার ১০টি উপজেলার মধ্যে ৪টিতে টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস বাকিগুলোতে এবং রিভার ফায়ার ষ্টেশন স্থাপন করা জরুরী। রাঙামাটির যোযোগ ব্যবস্থা কাপ্তাই লেক কেন্দ্রিক হওয়ায় রিভার ফায়ার ষ্টেশনের বিকল্প নেই বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়।