সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানে ফায়ার সার্ভিস সপ্তাহ শুরু

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২২ ০৪:০৬:৩৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩২:০০  |  ৫৯১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ফায়ার সার্ভিস সপ্তাহ।

মঙ্গলবার ( ১৫ নভেম্বর) সকালে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক বেলুন উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবানের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ এর সভাপতিত্বে এসময় পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, জেল সুপার মো.জান্নাত উল ফরহাদ,বি আর টিএ এর সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেন,নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস,সিনিয়র স্টেশন অফিসার মো.নাজমুল আলম,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং ফায়ার ফাইটাররা এসময় উপস্থিত ছিলেন।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোন দুর্যোগ আর বিপদে আমরা যে প্রতিষ্টানকে কাছে পাই সেটি হল ফায়ার সার্ভিস। আর এই ফায়ার সার্ভিস এর  ফায়ার ফাইটাররা প্রতিনিয়ত তাদের জীবন বাজি রেখে দেশের সেবার জন্য কাজ করে যাচ্ছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের কল্যাণ এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার আধুনিকায়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে আর তার ফলে এখন আগের চেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্র্মীদের কর্মদক্ষতা ও কাজের গতি বেড়েছে। এসময় জেলা প্রশাসক আরো বলেন, আমাদের ৭টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস রয়েছে আর আগামীতেও এর কর্মপরিধি বৃদ্ধি এবং জনগণের সেবার জন্য আরো আধুনিক যন্ত্রপাতি সরবরাহের জন্য আমাদের সকলকে সচেস্ট হতে হবে। এসময় তিনি ফায়ার ফাইটারদের সব সময় প্রস্তুুত থেকে দেশের যেকোন দুর্যোগে অতীতের মত আগামীতে কাজ করে যাওয়ায় আহবান জানান।

১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ফায়ার সপ্তাহ শেষ হবে আগামী ১৭ নভেম্বর।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions