বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গতকাল রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লক এলাকা থেকে আটক ইসলামী ছাত্রী সংস্থার ৭ নেতা কর্মীর জামিন ও রিমান্ড শুনানী ১লা এপ্রিল ধার্য করেছে আদালত। আজ দুপুরে আসামীদের আদালতে আনা হলে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সাবরিনা আলী এই আদেশ দেন। আসামী পক্ষের আইনজীবিরা আসামীদের জামিন ও পুলিশ আসামীদের ৭দিনের রিমান্ড আবেদন করে।
গ্রেফতারকৃত হলেন মোছাঃ শাহানাজ (২৭), মোছাঃ নাছিমা আক্তার (৩০), মোছাঃ মাহমুদা (২৯), মোছাঃ তাহসিনা ফাতিমা (২৪), মিহতাহুল জান্নাত (২১), মোছাঃ সাহিদা (২৫) নামের ছয়জনসহ মুসলিম ব্লক এলাকার স্থানীয় মোছাঃ ফাতেমা আক্তার মুন্নি (৩৮)।
প্রসঙ্গত: লংগদুরের মুসলিম ব্লক এলাকায় জামাত নেতা ওসমান গনি এবং তার স্ত্রীর মোছাঃ ফাতেমা আক্তার মুন্নির বাসায় মহান স্বাধীনতা দিবসে নাশকতায় জন্য গোপন বৈঠকের আয়োজন করে পুলিশ এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে জিহাদি বইসহ সরকার বিরোধী বই পাওয়া যায়। গতকাল লংগদু থানায় নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে আসামীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
তবে আসামীদের স্বজনরা অভিযোগ করেছে, আসামীরা কোন দলের সাথে সম্পৃক্ত নয়, আত্বীয়তার সুবাদে তারা লংগদুতে বেড়াতে গেছে।