বৃহস্পতিবার | ২৬ ডিসেম্বর, ২০২৪

আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৩:০৮:৪৫ | আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ ০৭:৪৬:৪৪  |  ১১৮১

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় ফুটবল দল  আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা (১৭) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে।

 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে ঘটনা ঘটে। নিহত দীপেন ত্রিপুরা পেরাছড়া ইউনিয়নের সাবেক মেম্বার সুকমল ত্রিপুরা ছেলে  এবং খাগড়াছড়ি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। 

 

স্বজন জ্যোতিষ ত্রিপুরা জানান, দীপেন ফুটবল দল হিসেবে আর্জেন্টিনাকে সমর্থন করে। আর্জেন্টিনার পতাকা উড়াতে সকালে বাঁশ নিয়ে বাড়ির পাশের তেতুল গাছে উড়ার সময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফ জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions