সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা শহরের জিমনেসিয়াম মাঠে আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। এতে স্থানীয় ও দেশের অন্যান্য স্থান থেকে উদ্যোক্তারা অংশ গ্রহণ করবেন।
রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল ওয়াদুদ একথা জানিয়েছেন। এসময় রাঙামাটি চেম্বার অব কর্মাসের পরিচালক আলী বাবর, মনছুর আলী, উসামং মার্মা, নেজামউদ্দিন, হারুন মাতব্বরসহ অন্যান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় চেম্বার সভাপতি আরো বলেন, শান্তি চুক্তির পর ব্যবসা বাণিজ্যে যেখানে গতি ফিরে পাবার কথা সেখানে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের কারনে পাহাড়ের পাহাড়ী ও বাঙালী সব ধরনের ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছে। ব্যবসা বাণিজ্য চাঙ্গা ও এখানকার অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে মুলত মেলার আয়োজন বলে তিনি জানান। মেলার উদ্বোধন করবেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মেলায় স্থানীয় ও জেলার বাইরের উৎপাদিত পন্য নিয়ে ৩৯টি ষ্টল বসার কথা রয়েছে।