সোমবার | ১৬ সেপ্টেম্বর, ২০২৪

কাপ্তাই হ্রদে ফিরেছে প্রাণচাঞ্চল্য, প্রথম দিনে ১৩৫ টন মাছ অবতরণ

প্রকাশঃ ১৮ অগাস্ট, ২০২২ ১০:৫২:০৫ | আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:৫৫:৫৬  |  ১২৮১

সিএইচটি টুডে ডট কম,  রাঙামাটি।  নির্ধারিত সময়ে নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে জেলে, ব্যবসায়ী সংশ্লিষ্টরা কর্মব্যস্ত হয়ে পড়েছেন ফের


তারা জানায়, আহরণের শুরুর দিকে হ্রদে পানিস্বল্পতার কারণে জেলেদের জালে মাত্রাতিরিক্ত  কাচকি ও চাপিলা মাছ ধরা পড়ছে এদিকে আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার আহরণের প্রথম দিনেই বিএফডিসির চারটি কেন্দ্রে কাপ্তাই হ্রদ হতে আনুমানিক ১৩৫ টন বিভিন্ন প্রজাতির মাছ অবতরণ করা হয়েছে


বিএফডিসির হিসাবে, অবতরণকৃত মাছ হতে ৩০ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যার বাজার মুল্য ৪কোটি টাকা। তবে রাত আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মাছ অবতরণ চলছে রাত দশটা পর্যন্ত অবতরণ করা লাগলে বলে জানিয়েছে বিএফডিসি


সরেজমিন বিএফডিসি অবতরণ ঘাটে গিয়ে দেখা গিয়েছে, সকাল থেকেই ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন এলাকা থেকে মাছ নিয়ে আসছেন জেলেরা এসময় ব্যবসায়ীরা জেলেদের থেকে বিএফডিসির পল্টুনে মাছগুলো সংগ্রহ করছেন পরে পরিমাপ করে সরকারি রাজস্ব দিয়ে বাজারজাতকরণের উদ্দেশে পরিবহন করছেন ট্রাক বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে এসব চলে যাচ্ছে দেশের বিভিন্নস্থানে


মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া জানান, জেলেদের সংগ্রহ করা মাছগুলো যাবতীয় কাজ শেষে ঢাকায় পাঠিয়েছি মাছ বিক্রি হলে বুঝা যাবে ব্যবসায়িক পরিস্থিতি কেমন তবে মাছের আকার অনেক ছোট বলছেন এই ব্যবসায়ী


বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি  মৎস্য অবতরন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল ইসলাম জানান, ৪টি ঘাটে   পর্যন্ত ১৩৫ টন অবতরণকৃত মাছ হতে ৩০ লাখ টাকা রাজস্ব আদায় হতে পারে, যার বাজার বাজার মুল্য ৪ কোটি টাকার মত।


প্রথম দিন হওয়ায় মাছ আহরণ বেশি হওয়ায় অবতরণও বেড়েছে আজ রাত দশটা পর্যন্ত অবতরণ করা লাগতে পারে

অর্থনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions