মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আ’লীগের সভাপতি নিহত : আহত ৫

প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২০ ১১:০৬:২৭ | আপডেটঃ ১৯ মার্চ, ২০২৪ ০৮:৫৫:৪২  |  ৯৪৫২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে জামছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা (৪৮) নিহত   হয়েছে। এ ঘটনায় সাবেক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছে আরো ৫জন।

নিহতের বাড়ি জামছড়ি ভিতর পাড়া। সে ওই এলাকার মংবই মারমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের  দিকে  বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জামছড়ি এলাকায় এঘটনা ঘটে। এসময় ৭-৮ জনের মুখোশ পরিহিত একটি দল জামছড়ি এলাকায় এসে অর্তকিত গুলি ছুড়ে । সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামছড়ি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাচনু মারমা নিহত হয় এবং ৫ জন গুরুতর আহত হয় । আহতরা হলেন,    সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যাচিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্য প্রু মং (৪৫) ও  আদাসী মারমা (২৬)।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর থেকে পুুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম  চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি, এছাড়া আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে          চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions