শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

প্রকাশঃ ০৮ ফেব্রুয়ারী, ২০২০ ০৫:১৪:৩৮ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০১:৪২:৫২  |  ৮৮৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। “প্রতিহিংসার বিচারে কারাবন্দী জীবনের ২ বছর”  এই শ্লোগানকে সামনে রেখে সকালে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মামুুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম পনির, সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েম, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মদ সাব্বির, সাধারন সম্পাদক আলী আকবর সুমন, শ্রমিকদলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী,  জাসাস এর সাধারন সম্পাদক কামাল হোসেনসহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকার অন্যায়ভঅবে মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্দী রেখেছে। সরকারী দলের হস্তক্ষেপের কারনে বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসনের কোন অংশই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে না।

বক্তারা দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন অন্যথায় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকেমুক্ত করা হবে বলে হুশিয়ারি দেন।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions