শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

আগামী এক সপ্তাহের মধ্যে উন্মুক্ত হচ্ছে বান্দরবানে পর্যটন

প্রকাশঃ ৩০ অক্টোবর, ২০২৪ ০২:৫৯:০৬ | আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৮:৩৩:১৮  |  ২২৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমনের সকল দুয়ার আবারো উন্মুক্ত হচ্ছে বলে জানালেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে  জেলা প্রশাসকের সভাকক্ষে পর্যটন সংশ্লিষ্ট অংশীজনের সাথে এক মতবিনিময় সভায় বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের পর্যটন শিল্পের সাথে এই জেলার প্রচুর জনগণের অর্থনৌতিক কর্মকান্ড জড়িত, কিšু‘ পর্যটকদের ভ্রমনে নিরৎসাহিত করায় বান্দরবানের পর্যটন শিল্প বন্ধ হয়ে যাওয়ায় অনেকে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে আর তাই আগামী এক সপ্তাহের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমনে আর কোন বাঁধা থাকবে না।

এসময় তিনি আরো বলেন, আমরা স্থানীয় পর্যটন শিল্পের সাথে জড়িতদের সাথে মতবিনিময় শেষে তাদের উল্লেখযোগ্য পয়েন্টগুলো আলোচনা করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং খুব দ্রুত সময়ে বান্দরবানের ৭টি উপজেলায় পর্যটকেরা অনায়াসে ভ্রমন করতে পারবে।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রথম পর্যায়ে বান্দরবানের লামা, আলীকদম,নাইক্ষ্যংছড়ি ও বান্দরবান সদর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে আর এরপরে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমনের সুযোগ দেয়া হবে।

এসময় বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, র‌্যাব ১৫ এর বান্দরবানের কোম্পানী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.আবুল কালাম আজাদ, বান্দরবান সেনা রিজিয়নের মেজর মো.শায়েখউজ জামান , প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান রেসিডেন্সিয়াল হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিনসহ বিভিন্ন সরকারী বেসরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত : গত ৬অক্টোবর অনিবার্য কারণ দেখিয়ে ৮অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমনে পর্যটকদের বিরত থাকার নিদের্শনা প্রদান করে জেলা প্রশাসক আর এই নিদের্শনার পরপরই বান্দরবানে পর্যটক ভ্রমন কমে যায় আর এতে জেলার ৭ উপজেলার হোটেল-মোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, বেকার হয়ে পড়ে এই শিল্পের সাথে জড়িত অসংখ্য মানুষ ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions