শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

লংগদুতে বন্যহাতির আক্রমনে এক কৃষক গুরুতর আহত

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৪১:০৪ | আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ ০৪:১০:১৫  |  ১০০২
সিএইচটি টুডে ডট কম, লংগদুু (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে বন্য হাতির আক্রমণে ওয়ারেছ আলী(৩৫) নামে এক কৃষক আহত হয়েছেন। শুক্রবার সকাল দশটার সময় উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত কৃষক ওয়ারেছ আলী ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

এলাকাবাসী জানায়, সকাল দশটার দিকে কৃষক ওয়ারেছ আলী নিজ জমিতে সেচ দিতে যাওয়ার সময় পথে বন্যহাতির আক্রমণের শিকার হয়। আক্রমণের ফলে ওয়ারেছ আলীর একটি পা ভেঙে গেছে। মারাত্মক আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়  বাসিন্দা মহসিন সর্দার জানান, আহত কৃষককে উদ্ধার করে প্রথমে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য  রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাসান্যাদাম ইউপি চেয়ারম্যান হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকালে বন্য হাতির আক্রমণে ওয়ারেছ আলী নামের একজন কৃষক গুরুতর  আহত হয়ছে। প্রায় প্রতি বছরই হাতির আক্রমণে আমাদের জান-মালের ব্যাপক ক্ষতি হচ্ছে।
বন্যহাতির আক্রমণ থেকে জান মাল বাঁচাতে সরকারকে স্থায়ী পদক্ষেপ নিতে জোর দাবি জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions