শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

আইন বহির্ভুত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

প্রকাশঃ ০৬ ফেব্রুয়ারী, ২০২০ ০৬:০৯:২৭ | আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০১:১৩:৫৩  |  ১১৩৪
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। আইন বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) রাঙামাটি জেলা শাখা।

‘আমরা শান্তি ও নিরাপত্তা চাই’ এই শ্লোগানে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২০) সকালে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক ধর্ম সিংচাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জেসিকা চাকমা প্রমুখ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions