এডিবি টিমের সদস্যদের সঙ্গে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০২০ ০৭:৪৮:৫৫
| আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ ০৫:৫২:৫৩
|
১৪৭৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ সকাল ১১টায় এশিয়া উন্নয়ন ব্যাংক টিমের সদস্যরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তার অফিসকক্ষে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম শেষ হতে চলেছে। বর্তমানে ৩য় পর্যায়ের প্রকল্প পরিকল্পনা করার জন্য কাজ শুরু হয়েছে।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের অন্যতম অংশীদার হওয়ায় প্রকল্পের পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা বিনিময়ের জন্য তাদের এ সফর।
চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পটি এ জেলার আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছে। তৃতীয় পর্যায়ের কাজের পরিকল্পনা করার সময় যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, কৃষি সুবিধা বৃদ্ধিতে কার্যক্রম গ্রহণ, দুর্গম অঞ্চলের মানুষের সুপেয় পানি পাওয়ার সুযোগ সৃষ্টিসহ সেচের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জলবায়ু মোকাবেলায় কার্যক্রম গ্রহণ করার জন্য তিনি প্রস্তাব রাখেন।
টিম লিডার Benardus Gerardus Maria Witjes এর নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হলেন এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রিন্সিপাল ওয়াটার রিসোর্স স্পেশালিস্ট সনৎ ডি রানাওনা, এসোসিয়েট পোর্টফোলিও ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল হক, ২য় পার্বত্য চট্টগ্রাম পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক সুকৃতি রঞ্জন চাকমা, প্রকল্প সমন্বয়ক দয়াল কুমার চাকমা, উপ প্রকল্প পরিচালক পুষ্পধন চাকমা।
পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য ত্রিদিব কান্তি দাশ, নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) বিরল বড়–য়া এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।