শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

মহালছড়ির দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ১০:৩৮:৫৫ | আপডেটঃ ২৯ অক্টোবর, ২০২৪ ০৯:১৪:২৯  |  ১১৭৪

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও ২০২০ সলের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), বাংলা ২য় পত্র (এসএসসি ভোকেশনাল) ও দাখিল বাংলা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে মহালছড়ির দু'টি কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল ১০ থেকে শুরু হয়ে ১ টা পর্যন্ত চলবে।

মহালছড়ির দু'টি কেন্দ্রে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়-০১নং ও মাইসছড়ি উচ্চ বিদ্যালয়-০২নং কেন্দ্রে মোট ৫৯৬ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে ০১ নং কেন্দ্রে মোট ৩১৯ জন পরীক্ষার্থী ও ২ নং কেন্দ্রে মোট ২৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তবে ২নং কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে কেন্দ্র সুত্রে জানা গেছে। উক্ত দুটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুস্থভাবে সম্পন্ন হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions