শুক্রবার | ০১ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে এসএসসি পরীক্ষা শুরু

প্রকাশঃ ০৩ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৩৮:১৯ | আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ ০৭:১৯:০২  |  ৮৯৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশের সাথে এক যোগে রাঙামাটি অনুষ্ঠিত হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া স্বতস্ফূর্তভাবে  এসএসসি ও সমমানের পরিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা। পরিক্ষা চলাকালীন সময়ে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা নিবাহী ম্যাজিস্ট্রেগণ ।

এবার রাঙামাটিতে  মোট ২৮টি কেন্দ্রে ৯৫৭৬ জন পরিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে  ১৯টি পরীক্ষা কেন্দ্রে  ৮৪২৫ জন এসএসসি পরিক্ষার্থী , ৫টি পরিক্ষা কেন্দ্রে ৪৯১ জন  দাখিল পরিক্ষার্থী এবং  ৪টি পরিক্ষা কেন্দ্রে  ৬৬০ জন  এসএসসি ভোকেশনাল পরিক্ষার্থী পরিক্ষায় অংশ নেন।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সেবা  প্রদানের লক্ষ্যে প্রতিটি পরিক্ষা কেন্দ্রে রাখা হয়েছে মেডিকেল টিম, এছাড়া  পুলিশ পাহাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions