রবিবার | ১২ মে, ২০২৪
জসনে জুলুছসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে

খাগড়াছড়িতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০১৮ ০৭:১১:৪১ | আপডেটঃ ০৯ মে, ২০২৪ ০৬:১০:১৪  |  ৮৬৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বর্ণাঢ্য জসনে জুলুছসহ নানা কর্মসুচীর মধ্যদিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ  উপলক্ষে সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাও মাঠ থেকে বর্ণাঢ্য জসনে জুলুস বের করে।

এতে জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, পৌর মেয়র রফিকুল আলমের নেতৃত্বে বের হওয়া জুলুছটি কালেমা তাইয়েবা খচিত ব্যানার পেষ্টুন নিয়ে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাও মাঠে এসে শেষ হয়। ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মিলাদুন্নবী (সা.) এর জুলুছে অংশগ্রহন করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions