রবিবার | ২৮ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে রাজনৈতিক মামলায় সাংবাদিকদের আসামী করায় প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ

প্রকাশঃ ৩০ মে, ২০২৩ ০৫:২৫:১১ | আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৬:৫৬:১৯  |  ১৩১২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে গত শুক্রবার আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি  মামলায় সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ প্রকাশ করেছে প্রেসক্লাব পেশাজীবী সাংবাদিকরা।

 

মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে রাজনৈতিক মামলায় পেশাজীবী সাংবাদিকদের আসামী করায় উদ্বেগ জানানো হয়। 

 

সব ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক দলগুলোর এমন অপতৎপরতা বিরত থাকার আহ্বান জানান। 

 

প্রসঙ্গত, গেল শুক্রবার (২৬ মে) বিএনপির জনসমাবেশে আসার পথে ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে। ঘটনায় বিএনপি আওয়ামীলীগ পাল্টাপাল্টি অভিযোগ তুলে পৃথক পৃথক মামলা দায়ের করেন 

মিডিয়া |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions