শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫
বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পূর্ণ

শামশুল আলম সভাপতি, জাহাঙ্গীর হোসেন সাধরণ সম্পাদক নির্বাচিত

প্রকাশঃ ০১ এপ্রিল, ২০১৮ ০৮:২৮:০৭ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৫:৩৬:৫৪  |  ৮৯১

সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন- ২০১৮ গত ৩১শে মার্চ উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ শামশুল আলম, সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন।
শনিবার সকাল ৮টা হতে নির্বাচন ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিকাল ৪ঘটিকা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ব্যবসায়ীদের ভোট প্রদানের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। সমিতির ১২টি পদের বিপরীতে ১৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন তার মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হন মোঃ সামশুল আলম (চেয়ার) (১২৭), তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আবুল কাসেম (ছাতা) (১০৪),  সহ-সভাপতি বাপ্পা দাশ (বই) (১৩৮), নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ মুছা সওদাগর (গোলাপফুল) (৮৭), সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (দোয়াত কলম) (১২৬) নিকটতম প্রতিদ্বন্দী  রিটন দত্ত (চাকা) (১০৮), অর্থ সম্পাদক টুলু কুমার বড়–য়া (দেয়াল ঘড়ি) (১৮৩) নিকটতম প্রতিদ্বন্দী ক্যসাচিং মারমা (কলস) (৪৬), কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন উজ্জল দে(মোরগ) (১১৭), সুমন বড়–য়া (আনারস) (১২৩), মোঃ ইছহাক (আম) (১৩৬), মোঃ শাহ আলম (কাপ-পিরিচ) (১২২), মোঃ আইয়ুব (হরিণ) (১০১), রাজন ঘোষ (মোটরসাইকেল) (১৭০), জামাল উদ্দিন (বৈদ্যুতিক পাকা) (৯৫), মোঃ রবিউল হোসেন (হাতি) (১৩৭) ভোট পেয়ে নির্বাচিত হযেছে।
নির্বাচন চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এনামুল হক, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, ইউপি সদস্যা মাথুইপ্রু মারমা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোঃ জেবল হোসেন।


উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মনজরুল আলম বলেন, বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং ভোটারদের সুষ্ঠ ভাবে নির্বাচন পরিচালনার কাজে সহযোগীতা করেছেন। নির্বাচন পরিচালনা কমিটিতে আরো যারা ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার রিপন দেওয়ান, পাবনাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস.এম জাহাঙ্গীর আলম, উপজেলা সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের অফিস সহকারী নিক্সন চাকমা, উপজেলা পল্লী সমন্বয় ব্যাংকের হিসাব রক্ষক বুদ্ধরাজ চাকমা, ডাকবাংলা কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সানুমং মারমা।




রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions