রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও নৌকা প্রতীকে ভোট চাইলেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর

প্রকাশঃ ২৮ মার্চ, ২০১৮ ১১:৫০:১৯ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০১:৫২:৩৬  |  ৮২৬

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানের লামা উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠি ত্রিপুরা সম্প্রদায়ের  এক সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবানের লামার গজালিয়া আকিরাম পাড়ায় এই ত্রিপুরা সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য(প্রশাসন)যুগ্ন সচিব আশীষ কান্তি বড়–য়া,জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,মো:মোস্তফা জামাল,ফিলিপ ত্রিপুরা,ফাতেমা পারুল,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে জান্নাত রুমি,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো:ইসমাইল,লামা পৌর মেয়র মো:জহিরুল ইসলাম,লামা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো:আনোয়ার,গজাজিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা,লামা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু সেনসহ সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের উধ্বর্তন কতৃপক্ষ ও ত্রিপুরা সম্প্রদায়ের জনসাধারণ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা সমাবেশ উদযাপন কমিটির সভাপতি ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের লামা উপজেলার সভাপতি ইলিশায় ত্রিপুরা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি বলেন, বর্তমান বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নেই ।এখন বাংলাদেশের সর্বত্র উন্নয়ন হচ্ছে। এই বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে । আর পার্বত্য এলাকায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর সকল সম্প্রদায়ের উন্নয়নে রাত দিন শ্রম দিয়ে যাচ্ছে ।
সমাবেশে প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে। পার্বত্য এলাকায় বসবাসরত প্রত্যেকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এই সরকারের আমলে তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান সুন্দরভাবে উদযাপন করতে পারছে। এসময় প্রতিমন্ত্রী আরো বলেন,সরকারের উন্নয়নের কর্মকান্ড বাস্তবায়নে আগামীতে ও নৌকা প্রতীকে ভোট দিন।
প্রতিমন্ত্রী এসময় আরো বলেন,এই সরকারের আমলে পার্বত্য এলাকায় স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে, আগামীতে ও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সমাবেশের শেষ পর্যায়ে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যৎবাহী বিভিন্ন নৃত্য ও গান পরিবেশ করেন আকিরাম পাড়ার ত্রিপুরা সম্প্রদায়ের তরুণ-তরুণীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions