জলবায়ু পরির্বতন ও পারিবারিক নির্যাতন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন ও বৈসাবি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবানে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়ির আলুটিলাতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫ বাঘাইছড়ি আস সুন্নাহ ইসলামী একাডেমির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় দুপাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি, ফলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের সংবাদ পেয়েছি, দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।