বৃহস্পতিবার | ১৯ ডিসেম্বর, ২০২৪

চম্পকনগরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে পৌর বিএনপি

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৫:১৩:৪৪ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৭:৩১:১৫  |  ২৪৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সম্প্রতি রাঙামাটি শহরের চম্পকনগরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ৬টি পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পৌর বিএনপি। 
শনিবার বিকালে পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং পরিবারগুলোর মাঝে খাদ্যশষ্যে ও নগদ সহায়তা বিতরণ করেন। 

এসময় জেলা বিএনপির সদস্য নুরুন্নবী,  পৌর বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মাহফুজ,  ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহুল আমিন, সাধারন সম্পাদক মোহাম্মদ হিরন ও পৌর বিএনপির সদস্য প্রকৌশলী সারোয়ার আলমসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগনের দল, জনগনের সুখ দুখে সব সময় পাশে থেকেছে। আগামীতেও  থাকবে।

ত্রাণ হিসাবে ৬ পরিবারের মাঝে খাদ্যশষ্যে ও পরিবার প্রতি ৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়। 

প্রসঙ্গত: ১লা ডিসেম্বর সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরুপা এলাকার চম্পকনগরে সিলিন্ডার বিস্পোরনে আগুন ধওে ৬টি ঘর পুড়ে সম্পুর্ণ পুড়ে যায়।  

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions