বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের বাৎসরিক সমাপনী ও উপহার বিতরণ জলবায়ু পরির্বতন ও পারিবারিক নির্যাতন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন ও বৈসাবি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন বান্দরবানে ই-জিপি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাগড়াছড়ির আলুটিলাতে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি ( রাঙামাটি)। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জীপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছে। শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে।
সাজেক থানার ওসি কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নীচে পরে যায়। এসময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়। আহতদের মধ্যে জাকির ,আরফান ,সবুজ, সাইফুল ,উজ্জ্বলের অবস্থা গুরুতর।
সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।