বৃহস্পতিবার | ১৯ ডিসেম্বর, ২০২৪

সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জীপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০২৪ ০২:২৯:১০ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ০৭:১৬:৫৩  |  ৩১৩

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি ( রাঙামাটি)। রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জীপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছে। শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে।

 

সাজেক থানার ওসি কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নীচে পরে যায়। এসময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়। আহতদের মধ্যে জাকির ,আরফান ,সবুজ, সাইফুল ,উজ্জ্বলের অবস্থা গুরুতর।

 

সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions