মঙ্গলবার | ০৩ ডিসেম্বর, ২০২৪

এনসিটিএফের রাঙামাটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৪ ০৭:৫৮:০০ | আপডেটঃ ০৩ ডিসেম্বর, ২০২৪ ১২:৪২:২৯  |  ১৮৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) রাঙামাটি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  দুপুরে রাঙামাটি শিশু একাডেমি মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথের পরিচালক মো. ফজরুল ইসলাম ফজলু। 

এনসিটিএফ রাঙামাটির জেলা ভলান্টিয়ার মো. ইকবাল হোসেনের সঞ্চলনায় ও সভাপতি সুমাইয়া আক্তার ¯েœহার সভাপতিত্বে জেলা কমিটির সদস্যদের পাশাপাশি অর্ধশত সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা শিশু অধিকার বাস্তবায়নে এনসিটিএফ কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা সভার পর গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আগামী ১ বছরের জন্য কর্মপরিকল্পনা তৈরি করেন সংগঠনটির সদস্যরা । 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions