রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে ঘরোয়া পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

প্রকাশঃ ১৮ অক্টোবর, ২০২৪ ০৭:০৫:১২ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৯:৪২:৪৩  |  ৩৬৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে খাগড়াছড়ির ধর্মপুর আর্য্য বন বিহারে ঘরোয়া আয়োজনে বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট উপাচার দান হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানের মহতি পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধম্বালম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব।

 

শুক্রবার(১৮অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী জেলা সদরের পেরাছড়াস্থ ধর্মপুর আর্য্য বন বিহারে পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধম্বালম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। প্রতি বছর তিন মাস বর্ষাবাস পালন করার পরে এই ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সময় ধর্মপুর আর্য্য বন বিহারের বিহার অধ্যক্ষ শ্রীমৎ ভদ্দজী মহাস্থবিরের সভাপত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান

 

অনুষ্ঠানে উপাসক-উপাসিকাদের উদ্দেশ্যে ধর্মদেশনা করেন শ্রীমৎ মৈত্রীপাল স্থবির,শ্রীমৎ দীপানন্দ স্থবির, শ্রীমৎ সমাধি নন্দ স্থবির, শ্রীমৎ প্রজ্ঞাজয় স্থবির,শ্রীমৎ বোধিনন্দ ভিক্ষুসহ আরও অনেকে।

 

সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা এনএসআই' যুগ্ম পরিচালক নাছির মাহমুদ গাজী,সদর উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়,সদর থানার অফিসার্স ইনচার্জ মো. আবদুল বাতেন মৃধা প্ৰমুখ।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions