বিজয় দিবস ঘিরে এনসিটিএফ’র চিত্রাংকন প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী বড় দিন উপলক্ষে দূর্গম এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পার্বত্য চট্টগ্রাম থেকে সকল ধরনের বৈষম্য দূর করতে হবে : এড: এয়াকুব আলী চৌধুরী বান্দরবানে মাশরুম চাষ সম্প্রসারণ ও উদ্যোক্তা সৃষ্টিতে কর্মশালা
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। রফিকুল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালার বাছা মেরুং পশ্চিম পাড়ার মৃত ওমর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালানো হয়।এ সময় আটককৃত রফিকুল ইসলামের হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আমিন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুইমারা থানার কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।