শনিবার | ২১ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

প্রকাশঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২১:১০ | আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ ০৩:০৫:০৮  |  ২৮৬

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গুইমারা বিদ্যুৎ কেন্দ্রের সামনে ঢাকাগামী বাসে তল্লাশী চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। সময় মো. রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। রফিকুল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালার বাছা মেরুং পশ্চিম পাড়ার মৃত ওমর আলীর ছেলে। 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা থানার উপ পরিদর্শক মো. আমিনুল ইসলাম ভূঞার নেতৃত্বে ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালানো হয়।এ সময় আটককৃত রফিকুল ইসলামের হেফাজতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আমিন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গুইমারা থানার কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions