সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে তাওহীদি ছাত্র জনতার বিক্ষোভ

মহানবী সা. কে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২৪ ০৩:৪১:৪৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:১০:০৬  |  ৪৮৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং অবমাননাকারী সুইডেন চাকমাসহ ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহান আল্লাহ হযরত মুহাম্মদ সা. কে নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমাসহ এর পেছনে ইন্ধনদাতাদের চিহ্নিত করে আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালন করবে তাওহীদি ছাত্র জনতা। পাহাড়ের শান্তিপূর্ণ অবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে যারা পায়তারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা।


খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবু ওসমানের সভাপতিত্বে সমাবেশে কোর্ট বিল্ডিং জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাংগীর, সদর থানা মসজিদের খতিব মাওলানা আবুল বাশার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মু. আমিনুল ইসলাম, মু. জালাল উদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত খাগড়াছড়ি জেলার সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলার সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা সালাহুদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলার প্রতিনিধি নজরুল ইসলাম, খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা ইবরাহিম নিয়াজি, ইসলামী আন্দোলন খাগড়াছড়ি শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা কাউসার আজিজি, জাতীয় আইম্মা পরিষদ খাগড়াছড়ি শাখার সেক্রেটারি মাওলানা নুরুল কবির, শব্দমিয়াপাড়া জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি শাখার প্রতিনিধি সাজিদ মাহমুদ বক্তব্য রাখেন।


এর আগে, বিভিন্ন সংগঠন পৃথক পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে তাওহীদি ছাত্র জনতার কর্মসূচিতে যোগ দেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions