সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামী গ্রেফতার

প্রকাশঃ ২৮ অগাস্ট, ২০২৪ ১২:২২:৫৬ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:৩৯:৪১  |  ৪৬৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে চাঞ্চল্যকর দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তথ্য জানানো হয়।


সংবাদ সম্মেলনে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ভুজপুর থানাধীন হেঁয়াকো বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী মো. ইউসুফ মো. রানাকে গ্রেফতার করা হয়। এছাড়া রামগড়ের নাকাপা থেকে অপর আসামী মো. ফয়সালকে গ্রেফতার করা হয়।  


খাগড়াছড়ির পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার রাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের রাজাঘাট গ্রামের বাড়ির উঠান থেকে ধরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয় ওই গৃহবধূকে। 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions