খাগড়াছড়িতে দুই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের আসামীদের গ্রেফতারের দাবি
প্রকাশঃ ২৬ অগাস্ট, ২০২৪ ০৭:৫৫:১০
| আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৭:১২:০২
|
৪১০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে কয়েকঘন্টার ব্যবধানে দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। পৃথক এসব ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
গেল বৃহস্পতিবার রাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের কালাপানি ও পাশের রাজার ঘাট গ্রামে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। রাজার ঘাট গ্রামের ঘটনায় পুলিশ মামলা নিলেও কালাপানির ঘটনায় পুলিশ এখনও মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। ভুক্তভোগী গৃহবধূ খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এদিকে, দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সোমবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ নামে একটি সংগঠন।
সংবাদ সম্মেলন থেকে খাগড়াছড়ির রামগড়ে সংগঠিত সংঘবদ্ধ ধর্ষণের চিহ্নিত আসামীদের গ্রেফতারের দাবী জানানোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সকল ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড়ের সভাপতি গুলমনি চাকমা।