সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৪ অগাস্ট, ২০২৪ ০৪:০৭:০৯ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭:৪৬  |  ৩৩৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার সকালে খাগড়াছড়ি জেলা দায়রা জজ কোর্টের সামনে খাগড়াছড়ি জেলা দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে ১০টি গ্রামের প্রায় ২শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, তেল লবণ এসব খাদ্য সামগ্রী পেয়ে পরিবার গুলো খুশী হন এবং প্রদানকারী প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।

 

বিতরণ কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ মোঃ শাহাদাৎ হোসেন, জেলা লিগ্যাল এইডস এর সিনিয়র সহকারী জজ রাজীব দে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট সেজুতি জান্নাত, এ্যাডভোকেট মোঃ মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সহ-সভাপতি এইচ.এম. প্রফুল্ল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন মজুমদার, যুগ্ম সা. সম্পাদক শাহরিয়ার ইউনূস সহ বিভিন্ন মিডিয়ায় গণমাধ্যমকর্মী।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions