সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন

প্রকাশঃ ২৩ অগাস্ট, ২০২৪ ০৫:২৪:২১ | আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ ০৭:২৫:৩৬  |  ২৯৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়ন সেনা রিজিয়ন ও বাবুছড়া বিজিবি জোন। টানা বৃষ্টিতে খাগড়াছড়ির বন্যার পরিস্থিতি চরম অবনতি হওয়ায় হাজার হাজার পরিবারের স্বাভাবিক জীবন প্রায় বিপন্ন হয়ে যায়। জেলায় এবার তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়ে লক্ষাধিক মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যত্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। 

 

শুক্রবার (২৩আগস্ট) সকাল থেকে জেলা সদরের গঞ্জপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যায় কবলিত মানুষের মাঝে খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে ত্রাণ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শিশুদেরকে দেয়া বিশেষ মানের উন্নত শিশু খাদ্যও।

 

যতদিন পর্যন্ত বন্যার পরিস্থিতি স্বাভাবিক হবেনা,ততদিন পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে শুকনো কাবার,ত্রাণ বিভিন্ন ধরনের মানব সেবামূলক কার্যক্রম চলমান থাকবে বলে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। 

 

খাদ্যসামগ্রী বিতরণ কালে খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান,ক্যাপ্টেন গালিব বিন সাইফ, খাগড়াছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, নাগরিক নেতা মো: আসাদউল্লাহ্সহ অন্যান্য কর্মকর্তারা সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় কবলিত এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।

এদিকে দীঘিনালার উপজেলার বাবুছড়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ বিতরণ করেছে, বাবুছড়া বিজিবি জোন অধিনায়ক। 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions