শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৩ অগাস্ট, ২০২৪ ০৫:২২:০১ | আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১০:০৯  |  ১৬৮

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যে মেরুং ইউনিয়ন সব সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এবারও তিন মাসের মধ্যে সংঘটিত তিনটি বন্যাতেই ইউনিয়নটির বেশিরভাগ এলাকা ভয়াবহভাবে জলমগ্ন হয়েছে। বিশেষ করে কৃষি ও মঃস্য নির্ভর বিপুল জনগোষ্টি অর্থনৈতিকভাবেও চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।


বিষয়টি বিবেচনায় রেখে খাগড়াছড়ি জেলাশহরের পাশাপাশি মেরুং ইউনিয়নেও ত্রাণ তৎপরতা শুরু করেছে, খাগড়াছড়ি জেলা বিএনপি।


শুক্রবার (২৩ আগস্ট) জেলা বিএনপি’র সা. সম্পাদক এম. এন. আফছার, যুগ্ম-সা. সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা আইনজীবি সমিতি’র সা. সম্পাদক ও জেলা বিএনপি’র আইন সম্পাদক এড. বেদারুল ইসলাম, দীঘিনালা উপজেলা বিএনপি’র সভাপতি ডা. শফিকুর রহমান এবং সা. সম্পাদক জয়নাল আবেদীনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী কিতরণ করেন।


জেলা বিএনপি’র সা. সম্পাদক এম. এন. আফছার জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া'র নির্দেশনায় তাঁর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়িশহর এবং দীঘিনালা উপজেলায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে।


জানা গেছে, জেলা বিএনপি. উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।


এদিকে ত্রাণ তৎপরতার পাশাপাশি দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের  হাজাধন মুনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সারাদেশের বন্যা এবং রাজনৈতিক সমাবেশ করা হয়।

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions