বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে পাহাড়ী ঢলে পানিবন্দী হাজারো মানুষ

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২৪ ০১:৪৮:২২ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০৩:৩৮  |  ২৬৭

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মৌসুমি বায়ূর প্রভাবে টানা বৃষ্টিতে পাহাড়ী ঢলে ১৮ দিনের ব্যবধানে আবারও পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। মঙ্গলবার সকাল থেকে জেলা সদর, মাটিরাঙা, দীঘিনালা, রামগড় পানছড়ি উপজেলায় চেঙ্গী, মাইনী ফেনী নদীর পানি বেড়ে পানি ঢুকছে নিম্নাঞ্চলে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নদী ছড়ার তীরবর্তী বাসিন্দারা।

 

দিকে মাইনী নদীর পানি বেড়ে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধসের ঘটনা ঘটেছে খাগড়াছড়ি সদরের শালবন এলাকায়। টানা বৃষ্টিতে পাহাড় থেকে গাছ ভেঙ্গে বৈদ্যুতিক তারের উপর পড়লে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। 

 

বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বাড়ার আশঙ্কা রয়েছে। গেল ২৪ ঘন্টায়  ৩৬ মিলি লিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

 

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, পাহাড় ধস পানিবন্দী পরিবারের জন্য পুরো জেলায় ৯৮ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সবধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions